দ্বৈতসত্তা

কষ্ট (জুন ২০১১)

Safiqul Islam
  • 0
  • ৬৪
আমি একজন মানুষ আমার কথা বলার জন্য মুখ আছে, আঁকড়ে ধরার জন্য হাত আছে, চলাফেরা করার জন্য পা আছে, উপলব্ধি করার জন্য মন আছে কিন্তু কেউ কি জানে আমার ভেতরে এক আমি আছে। তার ভেতরে খুব যন্ত্রণা। সে কখনও বাইরে বেরোয় না তাই তার যন্ত্রণার কথা কেউ বোঝে না। উপরের যে আমি আছে, সে বড় সুখে আছে। তার কিছু প্রিয় বন্ধু আছে। সে তার মনের ব্যথা বন্ধুদের সাথে সহজেই ভাগাভাগি করতে পারে কিন্তু ভেতরে যে আমি আছে সে বড্ড বোকা। সে কারও সাথে মেশে না। সে তার ব্যথা কারও সাথে ভাগাভাগি করতে পারে না। সে তার ব্যথা তার ভেতরেই চেপে রাখে। সে এমন জটিল যন্ত্রণা ভোগ করে যা সে কাউকে বলতে পারে না।

আমার এই জীবনটা বহুরুপী। বারবার এই জীবনের রঙ বদলেছে। আর এই রদবদলের চাকার নিচে পড়ে আমার কিছু জীবন্ত আকাঙ্খাও দুমড়ে মুচড়ে পিষে গেছে। যাক ওদেরকে যেতে দেয়াই হয়ত ভাল। আর এখন পেছনের কথা ভাবি না। মাঝে মাঝে উপরের আমি এই ভেতরের আমিটাকে জ্বালাতন করে। আর তখন ভেতরের আমিটাকে লাঠিপেটা করি। বলি, তোর কেউ নেই। তোর যন্ত্রণায় তুই পোড় তাতে আমাকে জ্বালাস কেন? সত্যিই ও বড় একা, ওর যন্ত্রণা বড় বিষাদময়।

আমি জানি আমার এই দ্বৈতসত্তা মানুষিকতা নিয়ে আজীবন কাটাতে হবে। আমার মনের সবচেয়ে গভীর গলিটার আগুন কখনও নেভানো যাবে না। কখনও না। তাই ভেতরে আমিটা একাকী জ্বলবে আর উপরের আমিটা তাকে লাঠিপেটা করে যাবে। আর বলবে তোর কেউ নেই, তুই একাই পোড়। তোর পোড়া আগুনে একটা ইতিহাসের সৃষ্টি হোক। একটা মানুষ ভেতরে এত বড় যন্ত্রণা ভোগ করেছে কিন্তু তা সে জীবনে কারও সাথে শেয়ার করতে পারেনি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খোরশেদুল আলম ভেতরের আমির কথা বেশ কষ্ট বুঝাগেল, ছোটকরে লেখা তবু কষ্ট কমনয়, ভালো, শুভকামনা রইল।
ফাতেমা প্রমি ভালো লাগলো,তবে গল্পের ফর্মাট এ ফেলা যাচ্ছে না..আরো লিখবেন আশা করি-এরচেয়ে আর একটু বড় গল্প.. তাহলে ভালো ভোটও দিতে পারতাম...
সূর্য গল্পরূপ পায়নি। আত্মকথন হয়েছে। হয়তো লেখকের ইচ্ছেই এমন ছিল।
উপকুল দেহলভি গল্পটি ভালো লাগলো; আপনাকে আমার ঘরে আমন্ত্রণ;
শাহ্‌নাজ আক্তার tibro kosto pelam , ai আত্মকথা টি pore , oshadharon , vote ......
রনীল আত্মকথা পড়ার সুবিধা হল , এখানে লেখক অনেক বেশি সৎ থাকে... লেখকের সেই সততা উপভোগ করলাম... মামুন ভাইয়ের সাথে আমি ও একমত... দ্বৈত স্বত্বা নেই, এমন লোকই বরং খুজে পাওয়া যাবেনা... সাহিত্যে ও ব্যাপারটি অনেক বার এসেছে... ডঃ জেকিল এবং মিঃ হাইড, স্প্লিট পারসোনালিটি... গল্পের প্যাটার্নে লিখলে আরো ভালো লাগত...
sakil amar kache apnar ei lekhati golpo bole mone hoyni . tobe apni valo lekhar chesta korechen . tobe chesta korle apni valo likhte parben . shuvkamona roilo .
খন্দকার নাহিদ হোসেন এটা হয়তো কবিতা হিসেবে লেখা। এ ধরনের কবিতায় অন্তত শেষে একটা ধাক্কা রাখতে হয় কিংবা পাঠকের কাছে কোন প্রশ্ন যেটা নিয়ে পাঠক কিছুক্ষণ যেন ভাবে। তারপরও আমার ভালো লাগলো আর কবির সাহসের জন্যই কবির জন্য ৫।
মামুন ম. আজিজ দ্বৈত সত্তা একটা সার্বজনীন বিষয়। এ থেকে কেউ মুক্ত নয়। সেই সার্বজনীন বিষয় তুলে ধরায সাধুবাদ জানাই। কিন্তু দ্বৈ সত্ত্বার সরূপ প্রকাশিত হযনি। হলে একটা সুন্দর গল্প হতে পারত।

১৫ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫